মাসুদ সাঈদী

গণতান্ত্রিক অভিযাত্রায় খালেদা জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে

‘৯০’র গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যেকটি পর্বে বেগম জিয়ার দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে। বাংলাদেশের বহু প্রজন্ম তাকে দেখেছে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে।’

শফিকুল ইসলাম, পিরোজপুর

Location :

Pirojpur
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাসুদ সাঈদী
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাসুদ সাঈদী |নয়া দিগন্ত

পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

তিনি বলেন, ‘আমরা যারা বাংলাদেশকে ভালবাসি তারা সকলেই বেগম খালেদা জিয়াকে স্বাধীনতার, সার্বভৌমত্বের প্রতীক হিসেবেই চিনি।’

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মাসুদ সাঈদী বলেন, ‘৯০’র গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যেকটি পর্বে বেগম জিয়ার দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে। বাংলাদেশের বহু প্রজন্ম তাকে দেখেছে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে।’

তিনি আরো বলেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে খালেদা জিয়া কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদী হাসিনার নির্যাতন, মিথ্যা মামলার পরিক্রমা ও রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহতার মাঝেও তার অটল মনোবল ও আপোষহীন অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।’

দোয়া অনুষ্ঠানে মাসুদ সাঈদী বলেন, ‘আমার শহীদ পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে (রহ:) বেগম খালেদা জিয়া অকৃত্রিম শ্রদ্ধা করতেন এবং একই সাথে আল্লামা সাঈদীও তার প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। আমরা বিভিন্ন দলে বিভক্ত থাকতে পারি কিন্তু বেগম খালেদা জিয়ার প্রশ্নে আমাদের কোনো বিভেদ নেই। তিনি দলমতের ঊর্দ্ধে উঠে দেশ গঠনের রাজনীতি করেছেন। তিনি আলেমদের অসম্ভব রকম শ্রদ্ধা করতেন এবং সকল ঘরানার আলেম তার নেতৃত্বের জোটে ঐক্যবদ্ধ হয়েছিলেন।’

তিনি আরো বলেন, ‘আমরা আগেও যেমন তার প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এখনো ঠিক একই রকম শ্রদ্ধাশীল আছি। আমরা তাকে ভালোবাসি দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য।’

মাসুদ সাঈদী বলেন, ‘বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় আমি, আমার পরিবার ও আমার দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এই সময়ে তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি। দেশের গণতান্ত্রিক উত্তরণের সংকটময় এই সময়ে দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়াকে আবার সুস্থ শরীরে আল্লাহ তায়ালা ফিরিয়ে দিন আমরা সেই দোয়া করছি।’

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নাজিরপুর উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা ইরফান আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা হাবিবুল্লাহ খান রুবেলের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির নাজিরপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাদল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: বেলায়েত মাঝি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম রিয়াজ উদ্দিন ফরাজি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো: মিলটন মাঝি প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইরফান আহমেদ। কোরআন তেলাওয়াত করেন যুগ্ম আহ্বায়ক মাওলানা আরিফুল ইসলাম, গজল পরিবেশন করেন মাওলানা বেল্লাল হোসেন।