কুষ্টিয়ার সাবেক ছাত্রলীগ নেতা পাপ্পু ঢাকায় গ্রেফতার

২৬ তারিখ ঢাকার মিরপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে কুমারখালী ছাত্রলীগ নেতা পাপ্পুকে গ্রেফতার করা হয়।

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

Location :

Kushtia
কুষ্টিয়ার সাবেক ছাত্রলীগ নেতা পাপ্পু ঢাকায় গ্রেফতার
কুষ্টিয়ার সাবেক ছাত্রলীগ নেতা পাপ্পু ঢাকায় গ্রেফতার |প্রতীকী ছবি

ঢাকার মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) কুমারখালী থানা একাধিক ওয়ারেন্ট ও বেশ কয়েকটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন- কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার এলঙ্গী ২নং ওয়ার্ডের মো: মতির ছেলের ফরহাদ হোসেন পাপ্পু (২৮)। তিনি উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সদস্য।

পরবর্তীকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, ২৬ তারিখ ঢাকার মিরপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে কুমারখালী ছাত্রলীগ নেতা পাপ্পুকে গ্রেফতার করা হয়। কুমারখালী থানায় পাপ্পুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।