পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে এক কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ আকলিমা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে র্যাব-১২ পাবনার সিপিসি-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মো: ইব্রাহিম খলিলের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এ সময় কবির উদ্দিনের বাড়ির বসতঘর থেকে গাঁজা উদ্ধার করে তাকে আটক করেন।
আকলিমা বেগম উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর হাটপাড়া গ্রামের কবির উদ্দিনের স্ত্রী।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনজুরুল আলম জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রেকর্ড করা হয়েছে। তাকে বৃহস্পতিবার পাবনা জেল হাজতে পাঠানো হবে।