ফেনীর সোনাগাজী সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সাথে দেখা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ-সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক।
রোববার (৩ আগস্ট) দুপুরে তিনি সেখানে রুগীদের সাথে দেখা করেন।
এসময় ডা: ফখরুদ্দিন মানিক বলেন, ‘আল্লাহ মানুষকে রোগ-শোক, অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন। আমরা সামান্যতেই দিশেহারা হয়ে যাই। আল্লাহর ওপর আস্থা রাখতে হবে। আমরা আপনাদের জন্য (সুস্থতার) দোয়া করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এসেছি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন।’
তিনি আবাসিক রুগীদের খোঁজ খবর নিয়ে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন সহ-চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে হাসপাতালের বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হন এবং সমস্যা গুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট দফতরে কথা বলে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত আমির মাওলানা মো: মোস্তফা, পৌরসভার আমির মাওলানা মো: কালিমুল্লাহ ব্যবসায়ী নেতা নুর নবী, স্থানীয় জামায়াত নেতা সাইদুল হক সুমন সহ স্থানীয় নেতারা।