বেগম রোকেয়া দিবস-২০২৫

রায়পুরায় নয়া দিগন্ত প্রতিনিধির মা-সহ ৫ অদম্য নারীকে সংবর্ধনা

এর আগে মনোনীত ৫ জন অদম্য নারী তাদের জীবনের সফলতার গল্প শুনিয়েছেন সবাইকে। খালেদা পারভীন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রায়পুরা উপজেলা সংবাদদাতা এস এম শরীফের মা।

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
রায়পুরায় নয়া দিগন্ত প্রতিনিধির মা-সহ ৫ অদম্য নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে
রায়পুরায় নয়া দিগন্ত প্রতিনিধির মা-সহ ৫ অদম্য নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে |ছবি : নয়া দিগন্ত

নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে অদম্য সফল নারী বাংলাদেশ কার্যক্রমের আওতায় সংবর্ধনার আয়োজন করেছে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।

সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৫টি ক্যাটাগরিতে ৫ জন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: ফাতেমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।

অদম্য নারী সংবর্ধিতরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী আরফিনা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তানজিনা আক্তার নীলা, সফল জননী নারী জোসনা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী শাহিনূর বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা খালেদা পারভীন।

সমাজ সেবায় অবদান রাখায় অদম্য নারী খালেদা পারভীন বলেন, পুরস্কার পাওয়ার আশায় কাজ করিনি, কাজ করেছি মানুষের মানবিক কল্যাণে। কাজের মূল্যায়ন পুরস্কারের মাধ্যমে উজ্জীবিত করেছে।

এর আগে মনোনীত ৫ জন অদম্য নারী তাদের জীবনের সফলতার গল্প শুনিয়েছেন সবাইকে। খালেদা পারভীন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রায়পুরা উপজেলা সংবাদদাতা এস এম শরীফের মা।

উল্লেখ্য, এ উপজেলার ৩ জন অদম্য নারী নরসিংদী জেলায় অদম্য সফল নারী নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সমাজ সেবায় অবদান রাখায় ইউপি সদস্য খালেদা পারভীন, সফল জননী জোসনা বেগম, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী তানজিনা আক্তার।