ঈশ্বরগঞ্জে পুকুরে প্রতিপক্ষের বিষ প্রয়োগে নিঃস্ব মাছ চাষি

‘ওই মাছচাষি থানায় একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

মো: আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

Location :

Ishwarganj
ঈশ্বরগঞ্জে পুকুরে প্রতিপক্ষের বিষ প্রয়োগে নিঃস্ব চাষি
ঈশ্বরগঞ্জে পুকুরে প্রতিপক্ষের বিষ প্রয়োগে নিঃস্ব চাষি |নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতিতে নিঃস্ব হয়ে পড়েছেন ভুক্তভোগী ওই মাছ চাষি। এ নিয়ে যেন আকুতির শেষ নেই তার।

সোমবার (৯ জুন) গভীর রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরশংকর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, চরশংকর গ্রামের মৎস্য চাষি আকরাম হোসেন বিল্লাল নিজ বাড়ির পাশে প্রায় ৩০ শতক জমিতে শিং মাছের খামার করেছেন। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় তার ওই পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। পরে মঙ্গলবার সকালে পুকুর পাড়ে গিয়ে মরা মাছ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন আকরাম।

আকরাম বলেন, ‘দীর্ঘদিন ধরে এক প্রতিবেশী জমি-জমাসহ নানা বিষয়ে বিরোধ করে আসছিল। বিরোধের জেরে আমাকে এলাকা থেকেও উচ্ছেদ করার জন্য নানা হুমকি দেয় তারা। পরে বাড়ির পাশের পুকুরে করা মাছের প্রজেক্টেও নানাভাবে বাধা দেয়াসহ অত্যাচার করে আসছিল প্রতিপক্ষরা। ওই জেরে তারা রাতের আধাঁরে আমার পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে ধারণা করছি। এতে শিং মাছের পোনা মরে গিয়ে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

তিনি বলেন, ‘অনেক কষ্ট করে ঋণের টাকা নিয়ে পুকুরটি খনন করেছি। সেই পুকুরে মাছ চাষ করেই সংসার চলে। তারা আমাকে রাস্তায় নামিয়ে দিল। এখন ভিক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই।’

ঈশ্বরগঞ্জ থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রজীত কুমার দাস এ বিষয়ে বলেন, ‘ওই মাছচাষি থানায় একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’