সিলেটে আ’লীগ-ছাত্রলীগের ২৬ নেতাকর্মী কারাগারে

সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet Sadar
সিলেটে আ’লীগ-ছাত্রলীগের ২৬ নেতাকর্মী কারাগারে
সিলেটে আ’লীগ-ছাত্রলীগের ২৬ নেতাকর্মী কারাগারে |নয়া দিগন্ত

সিলেটের জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার (১২ মে) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘জকিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা চার মামলায় ২৬ জন আসামি সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে উচ্চ আদালত থেকে তারা আট সপ্তাহের জামিনে ছিলেন।’

এদিকে আদালতে আত্মসমর্পণ করতে আসা ২৬ নেতাকর্মীকে হেনস্তার চেষ্টা করেন বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।