বিরামপুরে খেলনা ভেবে গ্রেনেড নিয়ে খেলছিল শিশুরা, অতঃপর...

সেনাবাহিনী বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন বলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেনেড
গ্রেনেড |নয়া দিগন্ত

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের বিরামপুরে বন বিভাগের পুকুরপাড় থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময়কার বলে দাবি থানা পুলিশের।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে পৌর শহরের চরকায় বন বিভাগের অদূরে পুকুরপার থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। সেনাবাহিনী বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন বলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকেলে চরকায় বন বিভাগের অফিসের পুকুরপার এলাকায় চলাচলের রাস্তায় মাটির নিচে গ্রেনেডটি ছিল। এক নারী সেটিকে খেলনা ভেবে লাথি দেয়। ওই এলাকার কয়েকটি শিশু সেটি নিয়ে খেলা করে। পরে বয়স্ক ব্যক্তিদের বিষয়টি নজরে এলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রাখে।

স্থানীয় জামিরুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘আজ বিকেলে এলাকার কয়েকটি শিশু গ্রেনেডটি নিয়ে খেলা করছিল। পরে তাদের নিষেধ করলে তারা ঘটনাস্থলেই রেখে যায়।’

এলাকার বীর মুক্তিযোদ্ধা মংলা কর্মকার বলেন, ‘আমার মনে হচ্ছে এটি ৭১ সালের যুদ্ধের সময়কার।’

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। সেনাবাহিনীর বিস্ফোরক দলকে খবর দেয়া হয়েছে। তারা এলেই গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হবে।’