সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

Location :

Sirajgonj
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত |নয়া দিগন্ত

সিরাজগঞ্জ নলকা বাইপাস সড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট কুটিরচর সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সলঙ্গা থানার নলকা সেনগাতী এলাকার জয়নাল আবেদীনের ছেলে জাহিদুল ইসলাম(২২), আব্দুল হাইয়ের ছেলে আব্দুল গাফফার(২৪) ও তাড়াশ উপজেলার তেঘরি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে শোয়েব হোসেন(১৮)।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী তিন যুবক নলকা থেকে সিরাজগঞ্জ শহর অভিমুখে যাবার পথে কুটিরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যানবাহন আরোহীসহ মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন যুবক নিহত হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।