গফরগাঁওয়ে সুতিয়া নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

‘প্রাথমিকভাবে শান্তিপূর্ণ মানববন্ধন করছি, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেবো।’

রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে সুতিয়া নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
গফরগাঁওয়ে সুতিয়া নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘আমাদের স্বপ্ন, আমাদের সেতু’ এই শ্লোগান নিয়ে উপজেলায় পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী শাহ মিসকিন বাজার ঘাট এলাকায় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন দুই পাড় বা গ্রামের লোকজন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী ও বেলাব গ্রামবাসীর আয়োজনে সেতু নির্মাণের দাবিতে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেয় দুই পাড় বা গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলার সময় বক্তব্য রাখেন- মুখী ও বেলাব এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ মিয়া, শিক্ষক নোমান আহমেদ রিয়াদ, সমাজসেবক মোহাম্মদ শফিক ও শিক্ষার্থী হোসনা আরা প্রমুখ।

স্থানীয় লোকজন জানায়, সুতিয়া নদীর এপাড়ে গফরগাঁও উপজেলা ও ওপাড়ে ভালুকা উপজেলার হাজার হাজার মানুষ একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। দুই পাড়ে রয়েছে এলাকায় প্রসিদ্ধ বাজার, শিক্ষা -প্রতিষ্ঠান এবং ঐতিহ্যবাহী শাহ মিসকিন মাজার।

সুতিয়া নদীতে খেয়া নৌকায় পারাপার করতে গিয়ে ভোগান্তি আর রয়েছে দুর্ঘটনার শঙ্কা। শুকনা মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকো একমাত্র ভরসা। দুই পাড়ের লোকজন যুগের পর যুগ অপেক্ষায় আছে কবে তাদের স্বপ্নের সেতু নির্মাণ হবে। এই সেতুর দাবিতে এবার দুইপাড়ের লোকজন রাস্তায় নেমে দাবি আদায়ে মানববন্ধন করছেন।

এদিকে আয়োজকরা জানান, প্রাথমিকভাবে শান্তিপূর্ণ মানববন্ধন করছি, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেবো।