জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে উত্তাল হয়ে উঠেছে তাহিরপুর উপজেলা সদর বাজার।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের পক্ষে বিশাল এক গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে তাহিরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ ওই এলাকার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
জানা যায়, কামরুজ্জামান কামরুল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে এলাকায় অত্যন্ত জনপ্রিয়, তার প্রতি নিজেদের সমর্থন জানাতেই এ গণজোয়ার করে নেতাকর্মীরা।
এ দিন সন্ধ্যা পরপরই তাহিরপুর উপজেলা সদর বাজারে জড়ো হতে থাকেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। মিছিলে বিএনপির পক্ষ থেকে সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুলকে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়। বিক্ষোভকারীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় তাহিরপুরের আকাশ-বাতাস।
গণমিছিল শেষে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা বলেন, ‘কামরুজ্জামান কামরুল কেবল একজন রাজনীতিবিদ নন; তিনি গরীব, দুঃখী ও মেহনতি মানুষের পরীক্ষিত বন্ধু। এলাকার সুখে-দুঃখে ও বিপদে-আপদে তিনি সবসময় মানুষের পাশে থাকেন। বিগত দিনে উপজেলা চেয়ারম্যান থাকাকালীনও তিনি সততা ও দক্ষতার সাথে এলাকার উন্নয়নে কাজ করেছেন।
নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ‘তৃণমূলের এ জনসমর্থন ও কামরুলের দীর্ঘ রাজনৈতিক ত্যাগ বিবেচনা না করে মনোনয়ন দেয়া হলে তা দলের জন্য ক্ষতিকর হবে। এছাড়া এলাকার আপামর জনসাধারণ কামরুলের নেতৃত্বেই ঐক্যবদ্ধ এবং তাকে ছাড়া এ আসনে অন্য কোনো প্রার্থীর মনোনয়ন তারা মেনে নেবেন না।



