শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ও শাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বয় সভা

সভায় ভর্তি পরীক্ষা ও শাকসু নির্বাচন চলাকালীন ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানবাহন নিয়ন্ত্রণ, পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত নির্বিঘ্ন করা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসাথে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি
শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ও শাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে
শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ও শাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ও কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর চতুর্থ তলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো: সাজেদুল করিম।

সভায় ভর্তি পরীক্ষা ও শাকসু নির্বাচন চলাকালীন ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানবাহন নিয়ন্ত্রণ, পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত নির্বিঘ্ন করা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসাথে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রো-ভিসি অধ্যাপক ড. মো: সাজেদুল করিম বলেন, ‘ভর্তি পরীক্ষা ও শাকসু নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। কোনো শিক্ষার্থী কিংবা পরীক্ষার্থী যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।’

ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যেকোনো ধরনের জালিয়াতি প্রতিরোধে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দকে সচেতন থাকার আহ্বান জানান তিনি এবং শাকসু নির্বাচন প্রসঙ্গে প্রো-ভিসি বলেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না।’

তিনি আরো বলেন, ‘দায়িত্ব পালনে কোনো ধরনের গ্যাপ বা দুর্বলতার সুযোগ নেই। সকলকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’

সভায় উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো: আহমদ কবির চৌধুরী, সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবদুল মুকিত মোহাম্মদ মোকদ্দেছ, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, প্রক্টর অধ্যাপক মো: মোখলেসুর রহমান, পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।