জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আইয়ুব ভূঁইয়াকে যশোরের চৌছায় প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ আক্টোবর) দুপুরে যশোরের চৌগাছা প্রেসক্লাবের নবনির্মিত ভবনে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তিৃতায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক আয়ূব ভূঁইয়া বলেন, ‘ক্ষমতাচ্যুত হাসিনার স্বৈরাচারী সরকার গণমাধ্যমকে ভয়ানকভাবে ব্যবহার করেছিল। গণমাধ্যমকে হাসিনা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। আর বিদেশিদের দেখানো হয়েছে, এখানে এক হাজারেরও বেশি গণমাধ্যম আছে।’
বিগত ১৬ বছর গণমাধ্যমকে নিজ স্বার্থ হাসিলের জন্য প্রকৃত সাংবাদিকা জাদুঘরে পাঠানো হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, ‘গণমাধ্যম বিগত সময়ে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন করতে পারেনি। ডিজিএফআই, এনএসআই, ডিবির কলে নিউজ ব্রেক করা হয়েছে।’
তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘সাংবাদিকতায় দলীয় লেজুড়বৃত্তি পরিহার করতে হবে। তিনি বলেন দলীয় লেজুড়বৃত্তি সাংবাদিকতা দেশ ও জাতির কল্যাণে আসে না। উপস্থিত সাংবাদিকদের দলীয় লেজুড়বৃত্তিক কাজে না লাগানোর জন্য উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্শন করেন।
তিনি বলেন, ‘সাংবাদিকতা করতে হবে, দেশ ও জাতীর কল্যানের জন্য। অর্থনৈতিক গুরুত্ব বহন করে এমন সংবাদ বেশি বেশি করে তুলে ধরতে হবে।’
তিনি বলেন, ‘সাংবাদিকতা একিটি মহান পেশা। সব পেশার মানুষই জনগণের সেবা করছে। কিন্তু সাংবাদিকতার মাধ্যমে দেশের মানুষকে সেবা দেয়ার ধরনটা একটু ভিন্ন। প্রতিদিন সমাজের ঘটে যাওয়া অসংখ্য অসংগতি তুলে ধরে সমাজকে সেবা দিয়ে যাচ্ছে এই মফস্বল সাংবাদিকরা। মফস্বলের সাংবাদিকতা বরাবরের জন্য ঝুঁকিপূর্ণ। তাই সাংবাদিকদের সুরক্ষায় জাতীয় প্রেসক্লাব কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলামিস্ট ফরম অব বাংলাদেশের সভাপতি মীর আব্দুল আলিম।
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারি প্রভাষক নুরুজ্জামান আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ সভাপতি রহিদুল খান, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ রহিম ও বাবুল আক্তার প্রমুখ।
উপস্থিত ছিলেন- প্রেসক্লাব চৌগাছার দফতর সম্পাদক রায়হান, অর্থ সম্পাদক আসাদুজ্জামান মুক্ত, আব্দুল কাদের, আব্দুল মালেক, এম এ মান্নান, প্রভাষক আজিজুর রহমান, এস এ সিয়াম, কালিমুল্লাহ সিদ্দিক, শ্যমল দত্ত, মাওলানা আব্দুল কাদের, আবু হানিফ, আজম আশরাফুল, ফয়সাল, আলমগীর কামাল, জাহাঙ্গীর হোসেন, ফখরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আইয়ুব ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেয়া হয় প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দের পক্ষ থেকে।