নাঈম আশরাফ খাঁন, গোবিপ্রবি
উগ্র হিন্দুত্ববাদী ইসকন কর্তৃক গাজীপুরে মসজিদের ইমামকে অপহরণ, মাদরাসা ছাত্রী ধর্ষণ ও চট্টগ্রামে আলিফ হত্যাসহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গোল চত্বর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘একটা একটা ইসকন ধর, ধরে ধরে জেলে ভর’, ‘ইসকনের আস্তানা, এ ক্যাম্পাসে হবে না’, ‘ইসকন তুই জঙ্গি, ভারতের সঙ্গীসহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গাজীপুরের টঙ্গীর এক মসজিদের ইমামকে অ্যাম্বুলেন্সে করে পঞ্চগড় পর্যন্ত নিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসন সেখানে কী করছিল এবং নিরাপত্তা বিধান কোথায় ছিল—এগুলোর প্রতিটি দিক ব্যাখ্যা করতে হবে। এছাড়া অ্যাডভোকেট সাইফুল ইসলামের ওপর যে বর্বর হামলা ও হত্যাকাণ্ড ঘটেছে তা আমরা ভুলিনি। কিভাবে সেই সন্ত্রাসী আচরণ চলতে দিল, সেই সম্পর্কে স্পষ্ট জবাব প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘প্রশাসন যদি চীনময়ী ঘটনার মতো অব্যবস্থাপনায় শিথিলতা প্রদর্শন করে তাহলে জনগণের মধ্যে গভীর অসম্পূর্ণতা ও অসন্তোষ বাড়বে। আমরা শান্তি ও নিরাপত্তা চাই। তাই দায়িত্বশীল কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিয়ে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ বিচার নিশ্চিত করার আহ্বান জানাই। যদি নিরুৎসাহ বা সমাধান না দেয়া হয় তাহলে জনগণের মধ্যে আরো শক্ত গণপ্রতিবাদ দেখা দিতে পারে।’



