নিখোঁজের ৩ দিন পর মৎস্য প্রজেক্টে মিললো বৃদ্ধের লাশ

চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজের তিন দিন পর মৎস্য প্রজেক্টে মিললো মনির আহমদ (৭৭) নামে এক বৃদ্ধের গলিত লাশ।

মনজুর আলম, সাতকানিয়া (চট্টগ্রাম)

Location :

Satkania
নিখোঁজের ৩ দিন পর মৎস্য প্রজেক্টে মিললো বৃদ্ধের লাশ
নিখোঁজের ৩ দিন পর মৎস্য প্রজেক্টে মিললো বৃদ্ধের লাশ |নয়া দিগন্ত

চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজের তিন দিন পর মৎস্য প্রজেক্টে মিললো বৃদ্ধের গলিত লাশ। নিহতের নাম মনির আহমদ (৭৭)। তিনি সোনাকানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত অলি মিয়া মেম্বারের ছেলে।

শনিবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত বুধবার (১৫ অক্টোবর) বিকেলে বৃদ্ধ মনির আহমদ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর তাকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। গত শনিবার (১৮ অক্টোবর) রাতে জমাদার পাড়ার মেডিখোলা নামক এলাকায় একটি মাছের প্রজেক্টের পানিতে ভাসমান অবস্থায় ওই নিখোঁজ বৃদ্ধের লাশ পাওয়া যায়। পরিবারের সদস্যদের ধারণা তিনি অসতর্ক অবস্থায় পানিতে পড়ে মৃত্যবরণ করেছেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম সিদ্দিকী ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউসার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন জানান, নিখোঁজের তিন দিন পর মনির আহমদ নামের এক বৃদ্ধের লাশ মাছের প্রজেক্ট থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।