গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Gopalganj
গোপালগঞ্জ শহরে টহল দিচ্ছে পুলিশ
গোপালগঞ্জ শহরে টহল দিচ্ছে পুলিশ |ফাইল ছবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার সকালে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক যৌথ বাহিনীর অভিযানে ২৫ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র : বাসস