২০০১ সালের পর দেশের মানুষ আর ভোট দিতে পারেনি দুলু

নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশে-বিদেশে এই নির্বাচন না হওয়ার জন্য তত ষড়যন্ত্র শুরু হয়েছে।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
বক্তব্য রাখছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
বক্তব্য রাখছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু |নয়া দিগন্ত

বিএনপি'র কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ২০০১ সালের পরে দেশের মানুষ আর ভোট দিতে পারেনি। পরবর্তী প্রতিটি নির্বাচনেই ভোটের নামে প্রহসন করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সাধারণ মানুষকে কখনো তারা ভোট কেন্দ্রে যাওয়ারই সুযোগ দেয়নি। দেশের মানুষ তাই একটা নির্বাচন চায়, সুষ্ঠু-সুন্দরভাবে ভোট দিতে চায়। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই তাই তারা নির্বাচন চায়।

শুক্রবার দুলুর বাবা মরহুম ডা: নাসির উদ্দিন তালুকদারের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

দুলু বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশে-বিদেশে এই নির্বাচন না হওয়ার জন্য তত ষড়যন্ত্র শুরু হয়েছে। সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।

দুলু আরো বলেন, তিনি এমপি-মন্ত্রী হয়ে সরকারের টাকায় নাটোরের উন্নয়ন করলেও তার বাবা ডা: নাসির উদ্দীন তালুকদার নিজের পকেটের টাকায় নাটোরের উন্নয়ন করেছেন। নাটোর মুসলিম ইন্সটিটিউট, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ও শীষ চন্দ্র বিদ্যা নিকেতন স্থাপনে তার বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাবার এসব ভালো কাজের ফলস্বরূপ নাটোরের মানুষ তাকে বার বার এমপি নির্বাচিত করেছেন।

দুলুর নিজ গ্রাম নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজিপুর জামে মসজিদে বাদ জুমা আয়োজিত দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি রুহুল আমিন তালুকদার টগর, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মগ্রহণ করেছেন। কিন্তু আওয়ামী লীগ কাউকে কোনো দিবস পালন করতে দেয়নি।

দুলু বলেন, এই দেশে খালেদা জিয়ার মতো গুণি মানুষের জন্ম না হলে আজ আমার মতো এমপি-মন্ত্রী বা নেতার জন্মও হতো না। তাই তিনি বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থ্যতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।