বগুড়ার শেরপুর বিস্ফোরক ও হত্যাচেষ্টার মামলার আসামি শ্রমিক লীগ নেতা আব্দুর রাজ্জাক জুয়েলকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সীমাবাড়ীর সেনবামুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জুয়েল সীমাবাড়ী ইউনিয়ন শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি ও সেনবামুনিয়া গ্রামের বাসিন্দামরহুম নূর মোহাম্মদ শেখের ছেলে।
পুলিশ জানায়, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তদন্তে সংশ্লিষ্টতা পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, গ্রেফতারের পর আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।



