খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে সাম্প্রতিক সহিংসতায় আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ শুক্রবার গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন রানা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ সহায়তা তুলে দেন।
গুইমারা রিজিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউপিডিএফ মূল দলের সন্ত্রাসীদের হামলায় বাজারের একাধিক দোকান ও বসতঘর পুড়িয়ে দেয়া হয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে রিজিয়ন কমান্ডার প্রায় ১০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং পুনর্বাসনে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডারের পক্ষ থেকে অতিরিক্ত ২০ লাখ টাকা দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।
পরিদর্শনকালে রিজিয়ন কমান্ডার মারমা সম্প্রদায়ের নেতৃস্থানীয়দের সাথে মতবিনিময় করেন এবং সবাইকে গুজব ও উসকানিমূলক কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানায়, সহিংসতার পর বাজারে এখনো ভাঙচুর ও আগুনের ক্ষতচিহ্ন রয়ে গেছে। অনেকেই দোকান খুলতে সাহস পাচ্ছেন না। তবে সেনাবাহিনীর এ আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে।