খাগড়াছড়ির দীঘিনালা ও লক্ষ্মীছড়িতে নদীর পানির স্রোতে ভেসে গিয়ে দুইজন নিখোঁজ রয়েছে। অপরদিকে টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধস দেখা দিয়েছে। সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে প্রশাসন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জানান, শুক্রবার (৩০ মে) সকাল ৯টার দিকে লক্ষ্মীছড়ি ইউনিয়নের বিজয় কার্বারী পাড়াস্থ লক্ষ্মীছড়ি খালে মাছ ধরতে গিয়ে উক্রাচিং মারমা (১৯) নামে একজন পানির স্রোতে ভেসে গেছে।
অপরদিকে দীঘিনালার মাইনি নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে তরিৎ চাকমা (৫৫) নামে একজন পানির স্রোতে ভেসে গেছে। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।
এদিকে, টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধস দেখা দিয়েছে। সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে প্রশাসন।
উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শালবনসহ শহরের বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে শুরু করে প্রশাসন। মাঠে রয়েছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, যুব রেডক্রিসেন্ট কর্মীরা।