চট্টগ্রামে অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় র‍্যাব সদস্য নিহত, আহত আরো ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলাকালীন সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের একজন সদস্য নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Chattogram
র‌্যাবের লোগো
র‌্যাবের লোগো |বাসস

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলাকালীন সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের একজন সদস্য নিহত হয়েছেন।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবীব পলাশ এই তথ্য নিশ্চিত করেছেন।

পলাশ বলেন, ‘বিকেল ৪টা থেকে সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। অভিযান চলার সময়ে র‍্যাবের একজন সদস্য নিহত হয়েছেন, এই তথ্য সঠিক।’

নিহত আবদুল মোতালেব র‍্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক। এই ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন পলাশ।

সূত্র : বিবিসি