বান্দরবানে উৎসাহ-উদ্দীপনায় মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

সকালে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আরা রিনির কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা
মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা |নয়া দিগন্ত

বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আরা রিনির কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

এদিকে, মনোনয়ন জমা নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। বান্দরবানের মোট ভোটার সংখ্যা তিন লাখ ১০ হাজার ৩৭। জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নম্বর আসন থেকে সর্বশেষ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাঁচজন। প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী জেলা শাখার সভাপতি মাওলানা মো: আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির (কাদের) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং এনসিপির মনোনীত প্রার্থী আবু সাঈদ শাহ্ সুজাউদ্দিন।