গাকৃবিতে শিক্ষার গুণগত মান নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা

কার্যকর শিক্ষার কাঠামো বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : ভিসি

‘বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (বিএনকিউএফ) বাস্তবায়ন’ শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।’

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাকৃবিতে শিক্ষার গুণগত মান নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা
গাকৃবিতে শিক্ষার গুণগত মান নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা |নয়া দিগন্ত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে ‘বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (বিএনকিউএফ) বাস্তবায়ন’ শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।’

বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালাটি আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক ও অ্যাক্রেডিটেশন পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) সদস্য প্রফেসর ড. এস এম কবীর।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। তিনি স্বাগত বক্তব্যে কর্মশালার উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে বিএনকিউএফ বাস্তবায়ন শুধু প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নয়, বরং এটি শিক্ষার উৎকর্ষ নিশ্চিতের মৌলিক হাতিয়ার। এই কাঠামো বাস্তবায়নের মাধ্যমে আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার্থী তৈরি করতে পারব।’

তিনি আরো বলেন, ‘অ্যাক্রেডিটেশন প্রাপ্তির বিকল্প নেই। প্রতিটি বিভাগে গুণগত মান নিশ্চিত করতে হবে, আর বিএনকিউএফ সে পথে আমাদের কার্যকর দিকনির্দেশনা দিচ্ছে।’

পরে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। দিনব্যাপী এ কর্মশালায় অনুষদীয় ডিনবৃন্দ, প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটি ও অ্যাক্রেডিটেশন কমিটির সদস্যরা অংশ নেন।’