বরেণ্য আলেম মাওলানা হেলালুদ্দীন হাসপাতালে ভর্তি, দোয়া কামনা

হজরত হাফেজ্জী হুজুর রহ:-সহ অসংখ্য মুরব্বি আলেমের সোহবত ও খেলাফত এবং তার গভীর ইলম তাকে সর্বমহলে সমাদৃত করেছে।

বেলায়েত হুসাইন
বরেণ্য আলেম মাওলানা হেলালুদ্দীন (ছবিতে বামে) ও তার হাসপাতালে চিকিৎসা নেয়ার দৃশ্য (ডানে)
বরেণ্য আলেম মাওলানা হেলালুদ্দীন (ছবিতে বামে) ও তার হাসপাতালে চিকিৎসা নেয়ার দৃশ্য (ডানে) |সংগৃহীত

হজরত হাফেজ্জী হুজুর রহ:-এর খলিফা ও দেশের বরেণ্য আলেম ফরিদপুরের মাওলানা হেলালুদ্দীন গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি রয়েছেন।

শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে মাওলানা হেলালুদ্দীন পরিচালিত জামিয়া কোরআনিয়া দারুল উলুম চরকমলাপুর মাদরাসার শিক্ষক মাওলানা মেসবাহুল আরেফীন নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা আরেফীন জানিয়েছেন, মাওলানা হেলালুদ্দীন হার্ট ও কিডনিজনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে বিছানা থেকে উঠতে পারছেন না। তবে, আগের তুলনায় তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত।

এর আগে, গত বুধবার মাওলানা হেলালুদ্দীনকে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। তার অসুস্থতার প্রভাব গোটা ফরিদপুরের মানুষের ওপর পড়েছে। সকলেই প্রিয় মানুষের এমন অবস্থায় ব্যথিত। মাওলানা মেসবাহুল আরেফীন মাওলানা হেলালুদ্দীনের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, মাওলানা হেলালুদ্দীন ফরিদপুরসহ গোটা দেশেই একজন প্রবীণ আলেম হিসেবে বরিত। হজরত হাফেজ্জী হুজুর রহ:-সহ অসংখ্য মুরব্বি আলেমের সোহবত ও খেলাফত এবং তার গভীর ইলম তাকে সর্বমহলে সমাদৃত করেছে। তিনি বর্তমানে ফরিদপুরের চরকমলাপুর মাদরাসা ও নিজ গ্রাম রামদিয়ার জামেউল উলুম ফারুকিয়ার মুহতামিম এবং সাভার মদিনাতুল উলুম ব্যাংক কলোনী মাদরাসাসহ একাধিক মাদরাসার শাইখুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর জেলা শাখার সভাপতি।