সদরপুরে বিদেশি পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার

উপজেলার হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাব রেজিস্ট্রার অফিসের পেছনের টয়লেট থেকে এসব অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
উদ্ধারকৃত পিস্তল, গুলি ও ককটেল
উদ্ধারকৃত পিস্তল, গুলি ও ককটেল |নয়া দিগন্ত

ফরিদপুরের সদরপুরে পরিত্যক্ত অবস্থায় একটি সেভেন পয়েন্ট ফাইভ এমএম পিস্তল, এক রাউন্ড গুলি ও চারটি ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাব রেজিস্ট্রার অফিসের পেছনের টয়লেট থেকে এসব অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।

ফরিদপুর আর্মি ক্যাম্পের এক কর্মকর্তা খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত টয়লেট থেকে এসব অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার করার পর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন শাহ জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।