আলি আহসান জুনায়েদ

ছাত্র-জনতার রক্তের ওপর গঠিত ইন্টেরিমকে অবশ্যই জুলাই গণহত্যার বিচার করতে হবে

কেন্দ্রীয় কমিটির মুখপাত্র শাহরিন সুলতানা ইরা বলেন, ‘অতীতের মতো ভবিষ্যতে যেকোনো যৌক্তিক আন্দোলনে ছাত্র জনতা একসাথে থাকবেন।’

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Lohagara
আলি আহসান জুনায়েদ
আলি আহসান জুনায়েদ |নয়া দিগন্ত

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) কেন্দ্রীয় আহ্বায়ক আলি আহসান জুনায়েদ বলেছেন, ‘ইন্টেরিম সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার রক্তের ওপর, তাই ইন্টেরিমকে অবশ্যই জুলাই গণহত্যার বিচার করতে হবে। ৩১ জুলাইয়ের মধ্যে অবশ্যই জুলাই সনদ দিতে হবে, নাহয় আগামী এক তারিখ ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন করে আদায় করা হবে জুলাই সনদ।’

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টার পরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জুলাই ঘোষণাপত্র, জুলাই হত্যার বিচার ও জুলাই সনদের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আপ বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্তৃক লোহাগাড়া আমিরাবাদ মটর স্টেশনে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘জুলাইয়ের পথে জনতার সাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে ১০টার দিকে ছিদ্দিক আহমদ আজাদ শাহ এর কবর জেয়ারতের মাধ্যমে শুরু হয় গণসংযোগ। পরে জুলাইয়ের অন্যতম শহীদ ইশমামের কবর জেয়ারত শেষে আমিরাবাদ মটর স্টেশনে গণসংযোগ ও বিক্ষোভ মিছিল করা হয়। পরে একটি সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।

ওই পথসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আপ বাংলাদেশ এর কমিউনিকেশন টিম প্রধান মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) কেন্দ্রীয় আহ্বায়ক আলি আহসান জুনায়েদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক ফায়াজ সাহেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মুত্তাকী বিন মনির, বকতিয়ার মোজাহিদ সিয়াম, মিনহাজ উদ্দিন রেজভি, মহানগর সংগঠক হুজ্জাতুল্লাহ আবির, হাসান, মাইনুদ্দীন, কাশ্মীর, মামুন, নুরুল আজম চট্টগ্রাম দক্ষিণ জেলা সংগঠক ইফতেখার, সাকিব, রুবেল, মোরশেদ, তোহীদ, ইকবাল, রাফি সহ অন্যরা।

আলি আহসান জুনায়েদ আরো বলেন, ‘সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যা যা করণীয় অতিদ্রুত পদক্ষেপ নিন। অন্তর্বর্তী সরকারকে আমরা আরো বলতে চাই, ছাত্র-জনতা জীবন দিয়েছে জুলাইয়ে, সেই জুলাইকে বাঁচাতে প্রয়োজন হলে আরো জীবন দিতে রাজি আছি।’

কেন্দ্রীয় কমিটির মুখপাত্র শাহরিন সুলতানা ইরা বলেন, ‘অতীতের মতো ভবিষ্যতে যেকোনো যৌক্তিক আন্দোলনে ছাত্র জনতা একসাথে থাকবেন।’ এ সময় তিনি লোহাগাড়াবসীকে ধন্যবাদ জানান।

চট্টগ্রাম অঞ্চল তত্বাবধায়ক ফায়াজ সাহেদ বলেন, ‘লোহাগাড়া মাটি শহীদ ইশমামের জন্মভূমি অবশ্যই জুলাই গণহত্যার বিচার করতে হবে না হয় ২০২৪ এর ৩-৫ আগস্ট লোহাগাড়ার মাটিতে যেভাবে আন্দোলন হয়েছে ঠিক সেইভাবে আন্দোলনের মাধ্যমে বিচার আদায় করে নেয়া হবে।’

পরে আমিরাবাদ মটর স্টেশনে দাঁড়িয়ে একটি সংক্ষিপ্ত পথসভা করে কার্যক্রম সমাপ্তি করা হয়।