জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় তানহা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পৌর এলাকার উত্তর সীমারপাড় জেলখানা রোডে এ ঘটনা ঘটে।
নিহত তানহা পৌর এলাকার উত্তর সীমারপাড় এলাকার জালাল মাস্টারের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর ১২টার দিকে শিশু তানহা বাড়ি থেকে বেড় হয়ে স্থানীয় এক দোকানে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সময় তানহা পড়ে গেলে অটোরিকশাটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে মাথা গুরুতর আঘাত পায় তানহা। পরে স্থানীরা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে কর্তবরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে আছি। অটোরিকশা রেখে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনিব্যবস্থা নেয়া হবে।