নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার দাঁতমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনুষ্ঠিত এক সালিশি-বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে আমীর আলী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার দাঁতমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমীর আলী ওই গ্রামের রফিজ আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক সপ্তাহ আগে ঢাকার কেরানীগঞ্জে মহিদ আলীর ছেলে সুজন মিয়ার মালিকানাধীন ব্যাগ কারখানায় গিয়ে লাফিলুদ্দির ছেলে সাকিল এক কর্মচারীকে লাঞ্ছিত করে। ঘটনায় সুজন ও সাকিলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরবর্তী সময়ে সুজনের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তারা উভয়েই নিজ গ্রাম নাসিরনগরে ফিরে আসেন।

এদিকে ঘটনাটি মীমাংসার জন্য বুধবার বিকেলে দাঁতমণ্ডল গ্রামে সালিশ-বৈঠক বসা হয়। বৈঠক চলাকালে দু’পক্ষের মধ্যে আবারো উত্তেজনা দেখা দিলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপে আহত হন আমীর আলী। পরে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো: তানভীর আহমেদ জানান, ‘দু’পক্ষের সংঘর্ষে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’