সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা: আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় পুনরায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হওয়া বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তাড়াশ আমলি আদালতের বিচারক ওমর ফারুক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, তাড়াশ থানার বিস্ফোরক মামলায় সন্দেহজনক আসামি হিসেবে সাবেক এমপি আবদুল আজিজকে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে ডা: আব্দুল আজিজ হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হন। কারামুক্তির পর তাকে জেলা কারাগার চত্বর থেকে ধরে মারধর করে পুলিশে দেয় ছাত্র-জনতা।
ঘটনার পর রাতেই পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। তখন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, সাবেক এমপিকে নিরাপত্তার স্বার্থে থানায় রাখা হয়।
প্রসঙ্গত, সাবেক এমপি আবদুল আজিজকে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। জামিনে মুক্তির ১৬ ঘণ্টা পর আবারো তাকে কারাগারে পাঠানো হয়েছে।