সিলেট বিভাগের মৌলভীবাজার থেকে গুলিসহ দুটি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এর সত্যতা নিশ্চিত করেন র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কমলগঞ্জ থানার পূর্ব জালালপুরের আকশমনি গাছের একটি বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১১০টি তাজা গুলিসহ এয়ারগান দুটি উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম বলেন, ‘একটি জিডি করে উদ্ধার আলামতগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’
তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪৭৫৫ গ্রাম বিস্ফোরক, ২৩টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড ও বিপুল পরিমাণ গুলিসহ মোট ৮টি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯।



