খাগড়াছড়িতে জুলাই অভুত্থানের যোদ্ধা ও আহতদের মধ্যে ঈদ উপহার বিতরণ

এ সময় খাগড়াছড়ি জেলার ১৭ জনকে সন্মাননা ক্রেস্ট, ফুল ও ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। এর মধ্যে সি ক্যাটাগরির গেজেটুক্ত ৯ জনকে এক লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachhari

খাগড়াছড়িতে জুলাই গণঅভুত্থানে এমআইএসভুক্ত আহত ও গেজেটভুক্ত যোদ্ধাদের মাঝে সম্মাননা প্রদান ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২৫ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে খাগড়াছড়ি জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় খাগড়াছড়ি জেলার ১৭ জনকে সন্মাননা ক্রেস্ট, ফুল ও ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। এর মধ্যে সি ক্যাটাগরির গেজেটুক্ত ৯ জনকে এক লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুল খালেক।

এ ছাড়াও অনুষ্ঠানে পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা: মো: সাবের, জুলাই আন্দোলনের যোদ্ধা জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।