হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা)
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামে একটি পরিত্যক্ত পুকুর থেকে ৩৬টি দেশীয় অস্ত্র হাসুয়া উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের পালিত জামাতা সাবের মিস্ত্রির দালানের নিকটে মাওলানা জুবায়ের হোসেনের পরিত্যক্ত পুকুরে একটি বস্তার ভেতর এসব অস্ত্র লুকিয়ে রাখা ছিল।
উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে ৩৪টি বাটসহ এবং ২টি বাটবিহীন হাসুয়া রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টি গুরুত্বসহ নেয়া হয়েছে। কে বা কারা এসব অস্ত্র সেখানে গচ্ছিত রেখেছিল, তা অনুসন্ধানে তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।
ওসি হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে সহকারী উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান শেখ অংশ নেন। এ সময় শ্যামনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল ও সদস্য আসাদুজ্জামান লিটন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার অস্ত্রগুলো থানায় এনে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। স্থানীয়দের মাঝে এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।