শয়তানের নি:শ্বাস দিয়ে প্রতিবন্ধীর ৬০ হাজার টাকা নিলো প্রতারক

পাবনার চাটমোহরে শয়তানের নি:শ্বাস ব্যবহার করে স্বর্ণা খাতুন নামে এক প্রতিবন্ধীর ৬০ হাজার টাকা নিয়েছে প্রতারক।

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

Location :

Chatmohar
ভুক্তভোগী স্বর্ণা খাতুন ও তার মা
ভুক্তভোগী স্বর্ণা খাতুন ও তার মা |নয়া দিগন্ত

পাবনার চাটমোহরে শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে কৌশলে স্বর্ণা খাতুন নামে এক প্রতিবন্ধী গৃহবধূর নিকট থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে চাটমোহর রেলবাজার ব্র্যাক অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি পশ্চিমপাড়া গ্রামের নওশের আলীর মেয়ে। এ ঘটনায় চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

প্রতিবন্ধী স্বর্ণা খাতুন জানান, রোববার দুপুরে আমার বৃদ্ধ মায়ের সাথে আমি রেলবাজার ব্র্যাক অফিসে যাই। আমার মা ব্র্যাক সমিতির সদস্য। সেখানে গিয়ে আমার মায়ের নামে ৬০ হাজার টাকা ঋণ পাশ করিয়ে ব্র্যাক অফিসের কাউন্টার রুমে আমরা টাকা নিতে যাই। সেই রুমে আমি ও আমার বৃদ্ধ মা বসে টাকা নেয়ার জন্য অপেক্ষা করতে থাকি। এমন সময় এক অপরিচিত লোক মুখে দাঁড়ি আছে সে আমাদের কাছে এসে বসলো এবং আমাকে তার মেয়ের মতো লাগে বলছিল। ব্র্যাক কাউন্টার থেকে ৬০ হাজার টাকা তুলে আনার পর কি হলো আমরা কিছুই বুঝতে পারলাম না। এতটুকু মনে আছে, সেই দাড়িয়ালা লোক তার বাড়ি আটঘরিয়া বলতেছিল এবং আমাদের একটি ভ্যানে করে রেলবাজার মোড়ে নামিয়ে দিয়েছিল।

ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল আলম বলেন, ‘ওই ঘটনার বিষয়ে ভুক্তভোগী নারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীকে শনাক্তকরণ সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।