সিলেটে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের আলোচনা সভা

গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক দেশ গঠনের শপথ নিতে হবে : মাওলানা হাবিবুর রহমান

কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আলীম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: আব্দুল খালিকের পরিচালনায় ২ নম্বর জেলা বার হলে অনুষ্ঠিত হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক দেশ গঠনের শপথ নিতে হবে : মাওলানা হাবিবুর রহমান
গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক দেশ গঠনের শপথ নিতে হবে : মাওলানা হাবিবুর রহমান |নয়া দিগন্ত

সিলেট জেলা জামায়াতের আমির ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়। তরুণ প্রজন্ম আমাদেরকে ভারতের তাবেদার রাষ্ট্র থেকে সত্যিকার স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের মূল্য বৈষম্যহীন বাংলাদেশ। গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, সন্ত্রাস-চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গঠন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবির অগ্রণী ভুমিকা পালন করতে হবে।’

বুধবার (৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উদ্যোগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন।

কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আলীম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: আব্দুল খালিকের পরিচালনায় ২ নম্বর জেলা বার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বারের বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো: সামছুল হক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো: আব্দুর রকীব।

বক্তব্য রাখেন- বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন, জেলা কর আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট সফিকুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল খায়ের হেলাল, ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট জোৎস্না ইসলাম, অ্যাডভোকেট মাসহুদ আহমদ চৌধুরী মহসিন, অ্যাডিশনাল জিপি অ্যাডভোকেট নাজমুল হুদা, কর আইনজীবী বাহাউদ্দিন বাহার, সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান, জুলাই আন্দোলনে আহত আইনজীবী অ্যাডভোকেট ফয়েজ আহমদ, এপিপি অ্যাডভোকেট আবদাল মিয়া তালুকদার ও জেলা বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন- সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গিয়াস উদ্দীন আহমদ, অ্যাডভোকেট মাসুক আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মর্তুজা আহমদ চৌধুরী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট সেলিম মো: আলী আসগর, অ্যাডভোকেট রহমত আলী, অ্যাডভোকেট কামরুজ্জামান, অ্যাডভোকেট মুমিনুজ্জামান, অ্যাডভোকেট মইনুল ইসলাম ও অ্যাডভোকেট কাজী আতিকুল ইসলাম প্রমুখ।