চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভৈরব নদে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু একই গ্রামের এবং পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিল।
রোববার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার মোক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- উপজেলার মোক্তারপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে জুনায়েদ (৬) এবং সজীবের ছেলে রিমন (৭)। তারা স্থানীয় কুলতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্কুল থেকে ফিরে তারা দু’জন খেলাধুলা করছিল। দুপুরের দিকে তারা নদীতে গোসল করতে যায়। এরপর অনেক সময় পার হয়ে গেলেও তারা ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়দের সহযোগিতায় গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদে তল্লাশি চালিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে শিশু দু’টির লাশ উদ্ধার করা হয়।
বাঁকা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক মেম্বার মুহিদুল ইসলাম বলেন, ‘শিশুদের এমন মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই প্রতীয়মান হচ্ছে।’
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, দুই শিশু বাড়ির পাশের ভৈরব নদে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এলাকাবাসীর সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন। ঘটনার ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’