নোয়াপাড়া গ্রুপের ‘সুফলা’ ভবনে পেট্রোল বোমা বিস্ফোরণ, ব্যবসায়ীদের মানববন্ধন

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার করতে হবে। তা না হলে নওয়াপাড়ার ব্যবসায়ীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রয়োজনে নওয়াপাড়া বাজার অচল করে দেয়া হবে।

মফিজুর রহমান, অভয়নগর (যশোর)

Location :

Jashore
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ীরা
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ীরা |নয়া দিগন্ত

যশোরের অভয়নগরে আমদানীকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের ‘সুফলা’ ভবনে ককটেল ও পেট্রোল বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

রোববার (২০ জুলাই) দুপুরে নওয়াপাড়া ট্রান্সপোর্ট মালিক সমিতির আয়োজনে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া রেলস্টেশন বাজারে সুফলা ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

নওয়াপাড়া ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি কাজী গোলাম ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, ট্রাক মালিক সমিতির সভাপতি রেজাউল হোসেন বিশ্বাস, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান লিপু, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর শেখ আসাদুল্লাহ আসাদ, ব্যবসায়ী নেতা আসাদুর রহমান, মনিরুজ্জামান মনি প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নওয়াপাড়া ট্রান্সপোর্ট মালিক সমিতি ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি।

এ সময় বক্তারা বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার করতে হবে। তা না হলে নওয়াপাড়ার ব্যবসায়ীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রয়োজনে নওয়াপাড়া বাজার অচল করে দেয়া হবে।’

নোয়াপাড়া গ্রুপ কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (১৮ জুলাই) ভোর রাতে একদল মুখোশধারী দুর্বৃত্ত সুফলা ভবন লক্ষ্য করে ককটেল ও পেট্রোল বোমা হামলা চালায়। ঘটনার পর প্রতিষ্ঠানের কর্মকর্তা এস আর সাইফুল ইসলাম অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আলীম বলেন, সুফলা ভবনে হামলাকারী দুর্বৃত্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।