কাহালুতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

‘বগুড়া থেকে মোটরসাইকেল নিয়ে দুপচাঁচিয়া যাওয়ার পথে একটি অটোভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সিফাত ঘটনাস্থলেই মারা যান।’

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
নিহত সিফাত
নিহত সিফাত |সংগৃহীত

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কাহালু উপজেলার বিবিরপুকুর রহিম ফিলিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সিফাত (৪০)। তিনি দুপচাঁচিয়া উপজেলার চকশুকানগাড়ী গ্রামের ইউনুছ আলীর ছেলে।

পুলিশ ও কাহালু ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আমির হামজা জানান, বগুড়া থেকে মোটরসাইকেল নিয়ে দুপচাঁচিয়া যাওয়ার পথে একটি অটোভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সিফাত ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।