মাদারীপুরের শিবচর উপজেলায় বিশেষ অভিযানে ১৭০ বোতল ফেনসিডিল ও এক বোতল বিদেশী মদসহ আকাশ পাল (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শিবচরের উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাঁচিকাটা গ্রামের মাদক কারবারি আকাশ পালের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান। এ সময় তার সাথে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা মাদারীপুর কার্যালয়ের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ।
আটক আকাশ পাল শিবচর উপজেলার পশ্চিম কাঁচিকাটার সমীর পালের ছেলে আকাশ পাল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান জানান, আমরা গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করি। আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। আসামির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয় এবং আসামিকে কারাগারে পাঠানো হয়।



