শ্রীমঙ্গলে আওয়ামী লীগ নেতা ডা: হরিপদ গ্রেফতার

তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Maulvibazar
গ্রেফতার ডা: হরিপদ রায়
গ্রেফতার ডা: হরিপদ রায় |নয়া দিগন্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: হরিপদ রায়কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে পৌর শহরের কলেজ রোডস্থ জয়নগর পাড়া আবাসিক এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, ডেভিলহান্ট ফেজ-২ এর অভিযানে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: হরিপদ রায়কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।