মাগুরায় ৬৬৭ জন শিক্ষার্থীকে শিবিরের সংবর্ধনা

২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত ৬৬৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখা।

মাসুম বিল্লাহ, মাগুরা

Location :

Magura
মাগুরায় শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা
মাগুরায় শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা |নয়া দিগন্ত

২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত ৬৬৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখা।

রোববার (১০ আগস্ট) সকালে মাগুরা অডিটোরিয়ামে ইসলামী ছাত্র শিবির মাগুরা জেলা শাখার সভাপতি মো: আমিন উদ্দিন আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো: সিবগাতুল্লাহ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য, মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম বি বাকের ও সাবেক জেলা আমির এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন।

শিবিরের জেলা সেক্রেটারি মো: জুবায়ের হোসেন সাগরের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মাগুরা জেলা সভাপতি অধ্যাপক ডাক্তার আলীমুজ্জান, মাগুরা শহর জামায়াতের আমির অধ্যাপক আশরাফুল আলম।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ড. আলমগীর বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু সাবেক জেলা সভাপতি মাওলানা মারুফ কারখী।

এছাড়া অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন আড়পাড়া সরকারি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মাসুদুর রহমান, মো: ফরহাদ হুসাইন, অধ্যাপক রফিকুল ইসলাম।

কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কেন্দ্রীয় দফতর সম্পাদক মো: সিবগাতুল্লাহ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকসহ শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।