বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাঁশখালীতে শহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (৪৮) নামে এক ফিশিং বোট শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) ভোরে উপজেলার প্রধান সড়কের পুকুরিয়া ইউপির চাঁদপুর পুরাতন ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন বাঁশখালীর শেখেরখীল ইউপির আলীবলি পাড়ার আমির হামজার ছেলে।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ঘাতক যানবাহন জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



