বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় শিবির নেতা নিহত, একজনের লাশ উদ্ধার

অপরদিকে, ভোরে মহাসড়ক থেকে আব্দুর রশিদ (৩৫) নামের আরেক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া)

Location :

Sherpur
নিহত রাফিউল হাসান
নিহত রাফিউল হাসান |সংগৃহীত

বগুড়ার শেরপুরে পৃথক ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে অরিন নামের বাসের ধাক্কায় রাফিউল হাসান (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের রেজাউল করিমের ছেলে ও ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সাথী ছিলেন।

অপরদিকে, ভোরে মহাসড়ক থেকে আব্দুর রশিদ (৩৫) নামের আরেক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শেরপুর বাসস্ট্যান্ড শাহী জামে মসজিদে জুমার নামাজের পর শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন শিবির নেতা, শেরপুর শহীদিয়া কামিল মাদরাসার ছাত্র রাফিউল। মিছিল শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মহিপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা অরিন পরিবহনের দ্রুতগামী বাসটি উল্টোপথে অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে রাফিউলের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

এর আগে, শুক্রবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট মোড় এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুরে শেরপুর হাইওয়ে পুলিশ নিহতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করে পরিচয় শনাক্ত করেন। নিহত আব্দুর রশিদ (৩৫) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর সিংড়া এলাকার বাসিন্দা। তিনি কিভাবে মারা গেছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক আল-আমিন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘ভোরের ঘটনাটি প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’