ফরিদপুর জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক গ্রেফতার

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার একটি ফ্ল্যাট বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশের একটি দল।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
আওয়ামী লীগের ফরিদপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মো: ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়েছে
আওয়ামী লীগের ফরিদপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মো: ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়েছে |সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফরিদপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মো: ফারুক হোসেনকে (৭২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার একটি ফ্ল্যাট বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশের একটি দল।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম জানান, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ঝিলটুলী মহল্লার ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন একটি ফ্ল্যাট বাসা থেকে ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়।’

কোতয়ালী থানা সূত্রে জানা যায়, ফারুক হোসেনের নামে কোতয়ালী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দু’টি মামলা রয়েছে। এর মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

এছাড়া জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গত বছরের ১৫ অক্টোবর কোতয়ালী থানায় একটি মামলা করেন ফরিদপুর সদরের মামুদপুর গ্রামের বাসিন্দা মুজাহিদুল ইসলাম। ওই মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ ও সহ-সভাপতি ফারুক হোসেন ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো প্রায় ৪০০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: আব্দুল্লাহ বিশ্বাস বলেন, ‘সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় দু’টি মামলা রয়েছে।’

জানা যায়, ফারুক হোসেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সহ-সভাপতি ছিলেন। সম্প্রতি ফারুক হোসেন এক ফেসবুক পোস্টে দাবি করেন, শেখ হাসিনা তাকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব দিয়েছেন। অন্যদিকে, জুলাই অভ্যুত্থানের পর থেকে আমেরিকায় অবস্থানরত জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ফেসবুক পোস্টে তার এ দাবির কোনো প্রতিবাদ করেননি।

সম্প্রতি শহরের ঝিলটুলীর ব্রাহ্মসমাজ সড়কে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার প্রতিবাদে ছয়জন নারীর মিছিল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই মিছিলকারীদের হাতে জেলা আওয়ামী লীগ লেখা ব্যানারে দলীয় প্রধানের ছবির পাশাপাশি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের ছবি সম্বলিত ছিল।