সোনারগাঁওয়ে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ

ময়নাতদন্ত ছাড়া হত্যা না আত্মহত্যা কিছুই বলা সম্ভব না। তবে ডাক্তার শ্বাসরোধের হত্যার বিষয়টি জানিয়েছেন।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
নিহত শোভা আক্তার
নিহত শোভা আক্তার |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে ঘটনার পর স্বামী পলাতক রয়েছেন।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শোভা আক্তার (১৯) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামের আলাউদ্দিনের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শোভা আক্তারের সাথে একই উপজেলার সনমান্দি ইউনিয়নের মশুরাকান্দা গ্রামের উজ্জল মিয়ার ছেলে মোহাম্মদ রায়হানের ৪ বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। রায়হান বেকার থাকার কারণে দাম্পত্য জীবনে বিভিন্ন সময়ে কলহ লেগে থাকত। তাদের সোয়াইব নামে দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার রাতে ও বুধবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে বুধবার দুপুরে সোনাখালী এলাকায় শোভার বাবার বাড়ি ফাঁকা থাকার সুযোগে রায়হান তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার পর ঘরের আড়ার সাথে ঝুলিয়ে পালিয়ে যান।

এদিকে শোভার মা মানছুরা বেগম তাকে ডেকে কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শোভার মা মানছুরা বেগমের অভিযোগ, ‘রায়হান অলস হওয়ার কারণে কাজকর্ম করত না। আমাদের বাড়িতে এসে থাকত। এনিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন সময়ে ঝগড়া হতো। কাজের প্রয়োজনে বাড়ির লোকজন দুপুরে বাইরে থাকার সুযোগে রায়হান আমার মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যান। মেয়ের হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করছি।’

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল হাসান খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া হত্যা না আত্মহত্যা কিছুই বলা সম্ভব না। তবে ডাক্তার শ্বাসরোধের হত্যার বিষয়টি জানিয়েছেন। ঘটনায় সোনারগাঁও থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।