গফরগাঁওয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

প্রতিদিনের মতো দুপুরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাজার থেকে হেঁটে বাড়িতে ফিরছিলেন। বাড়ির মসজিদের কাছে পৌঁছানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)

Location :

Mymensingh

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যবসা কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো: আশরাফুল ইসলাম (২৭) নামে এক ডেকোরেটর ও পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত আশরাফুল ইসলাম লামকাইন গ্রামের সরকার বাড়ির মো: কামাল উদ্দিনের ছেলে।

লামকাইন গ্রামের বাসিন্দা সাংবাদিক নূরুল হক লিমন বলেন, নিহত আশরাফুল প্রতিদিনের মতো দুপুরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাজার থেকে হেঁটে বাড়িতে ফিরছিলেন। বাড়ির মসজিদের কাছে পৌঁছানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, লামকাইন গ্রামে বজ্রপাতে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি।