জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রম্য ভূমি রামুর গ্রামীণ লোকজ ঐতিহ্যবাহী জনপ্রিয় নৌকাবাইচ খেলা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সুরের ক্লাব নৌকাবাইচ দল এবং রানার্সআপ হয় কৃষক ক্লাব।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসের চর ক্রীড়া পরিষদের উদ্যোগে বাঁকখালী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়।
জানা যায়, প্রতিযোগিতায় অংশ নেয় স্থানীয় ৮টি দল। খেলা উপভোগ করতে বাকঁখালীর দুই তীরে উৎসুক জনতার ভিড় জমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য মেরাজ আহমেদ মাহিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন, জেলা যুবদল নেতা মির্জা আবছার, বিএনপি নেতা শফিসহ অনেকে।
প্রতিযোগিতা শেষে অতিথিরা রানার্সআপ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় সেরা মাঝির ক্রেস্ট পেয়েছেন আব্দুল রহিম বাবুলো ও সেরা বেত টানার পুরস্কার পান মো: সুমন।
আয়োজকদের মধ্যে জালাল উদ্দিন রনি জানান, ‘সাহিত্য ও সংস্কৃতির আঁতুড়ঘর এবং পর্যটনের উপ-শহর রামুর গ্রামীণ লোকজ ঐতিহ্য এ নৌকাবাইচ। নৌকাবাইচ সব পেশার মানুষের প্রাণের খেলা। শতবছরের পুরনো ঐতিহ্য ধরে রাখতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’
ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ (ইউপি) গ্রামীণ এ খেলা জাঁকজমকভাবে আয়োজন করলেও করোনাকালীন সময় থেকে নানা কারণে দীর্ঘদিন ধরে আয়োজন করা সম্ভব হয়নি খেলাটি।
এর আগে ২০২৪ সালে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল অফিসেরচর ‘মায়ের দোয়া’ নৌদল। রানার্স আপ হয়েছে অফিসেরচর ফুটন্ত গোলাপ নৌদল।