মিটফোর্ড ইস্যু

সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম ঘটনা ঘটাতে পারে না : ব্যারিস্টার নওশাদ জমির

‘আমরা দীর্ঘদিনের অত্যাচারিত একটি দল। যারা এটা ঘটিয়েছে এরা নিশ্চিত মানসিকভাবে বিকারগ্রস্ত। সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম একটা ঘটনা ঘটাতে পারে না।’

Location :

Boda
বক্তব্য রাখছেন ব্যারিস্টার নওশাদ জমির
বক্তব্য রাখছেন ব্যারিস্টার নওশাদ জমির |ছবি : নয়া দিগন্ত

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
মিটফোর্ডের ঘটনাকে ইঙ্গিত করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেন, এরকম একটা ঘটনা ঘটার পরে মানুষের কাছে গিয়ে কিছু বলার, আমি ঠিক জানি না এটা কিভাবে বলবো। এটার সম্পর্কে আমাদের দল কিছু ব্যবস্থা নিয়েছে। বিএনপির কোনো সদস্যের হাতে এরকম কিছু ঘটতে পারে, এটা কল্পনাতীত। আমরা দীর্ঘদিনের অত্যাচারিত একটি দল। যারা এটা ঘটিয়েছে এরা নিশ্চিত মানসিকভাবে বিকারগ্রস্ত। সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম একটা ঘটনা ঘটাতে পারে না।

শনিবার (১২ জুলাই) বিকেলে পঞ্চগড়ের বোদা পৌরসভার সাতখামার এলাকায় বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক মিজানুর রহমান মিজানের বাসভবনে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শের রাজনীতিকে যদি আমরা সমুন্নত রাখতে চাই তাহলে সবরকম দুর্নীতিকে পরিহার করতে হবে। এটা যদি আমরা করতে না পারি, তাহলে শহীদ জিয়ার রাজনীতি বাংলাদেশেও করতে পারব না এবং দল হিসেবে আমরা মানুষের কাছে গ্রহণযোগ্য হবো না। যতদিন পর্যন্ত আমরা শহীদ জিয়ার রাজনীতি প্রতিষ্ঠিত করতে না পারব, ততদিন আমাদের রাজনীতিতে কিছু সমস্যা থেকে যাবে।

নওশাদ জমির বলেন, একটা ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর একটা নতুন দিন শুরু করার মতো সুযোগ আমাদের কাছে আসছে। মহান আল্লাহ তায়ালা বাংলাদেশ গঠনের সুযোগ দিয়েছেন। বাংলাদেশের বাচ্চারা এবং আমরা সবাই মিলে গত ১৮ বছর ধরে সংগ্রাম করে এই সুযোগ তৈরি করতে হয়েছে। এই সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায়, আমার মনে হয় না অদূর ভবিষ্যতে এরকম একটা সুযোগ পাবো।

তিনি আরো বলেন, স্যার (অধ্যাপক মিজানুর রহমান মিজান) যেটা বলেছেন, পঞ্চগড়ের মাটিতে তিনি সৎ রাজনীতির জন্য যুদ্ধ করবেন, আমি বলতে চাই আপনার এই যুদ্ধের সাথে আমি একজন সহযোদ্ধা হিসেবে থাকতে চাই। এর আগে পঞ্চগড় জেলায় চাঁদাবাজিমুক্ত সৎ রাজনীতি বিষয়ে বক্তব্য রাখেন বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক মিজানুর রহমান মিজান। এ সময় জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।