দুর্গাপূজার ছুটিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট

বুধবার সকাল থেকে কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। একইসাথে বৃষ্টির কারণে সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল হচ্ছে ধীরগতিতে।

হাসান মাহমুদ রিপন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

Location :

Narayanganj
দুর্গাপূজার ছুটিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট
দুর্গাপূজার ছুটিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট |নয়া দিগন্ত

শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী থেকে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার সকাল থেকে কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। একইসাথে বৃষ্টির কারণে সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল হচ্ছে ধীরগতিতে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদির জিলানি জানান, পূজার ছুটির কারণে মহাসড়কে স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রী কয়েক গুণ বেশি। ফলে যানবাহনের চাপ বেড়েছে। মেঘনা টোলপ্লাজায় টোল আদায়ে অতিরিক্ত সময় লাগায় গাড়ির দীর্ঘ লাইনে যানজট সৃষ্টি হয়। এর মধ্যে দড়িকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়লে চট্টগ্রামমুখী লেনে যানজট আরো তীব্র হয়, যা অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে কাঁচপুর পর্যন্ত। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সিলেট মহাসড়কে বৃষ্টির কারণে গর্তে পানি জমে যান চলাচল ধীরগতিতে চলছে।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, কাঁচপুর থেকে রূপগঞ্জের রূপসী পর্যন্ত ধীরগতি লক্ষ্য করা গেছে। ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

যাত্রীরা জানায়, সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যেতে যেখানে আধা ঘণ্টা সময় লাগে, সেখানে আজ তিন থেকে চার ঘণ্টা লেগে যাচ্ছে।

যাত্রী অমল ভট্টাচার্য বলেন, ‘প্রতি বছর পূজার ছুটিতে গ্রামে যাই। তবে এবার যানজট এত ভয়াবহ হয়েছে যে, কখন বাড়ি পৌঁছাতে পারব তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’

বাসযাত্রী আলী আশরাফ বলেন, ‘সিলেট যেতে সাধারণত ছয়-সাত ঘণ্টা লাগে। কিন্তু সকাল থেকে রওনা হয়ে এখনো নরসিংদী পার হতে পারিনি।’

ট্রাকচালক মতিন মিয়া ও দীন ইসলাম জানান, ‘ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে জ্বালানি খরচ বাড়ছে, আবার মালিকদের চাপও সামলানো যাচ্ছে না।’

হাইওয়ে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে টিমগুলো কাজ করছে। যানবাহনের চাপ কমতে শুরু করলে ধীরে ধীরে মহাসড়কে স্বাভাবিক গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।