গাইবান্ধায় বাথরুম থেকে উপজেলা সমবায় কর্মকর্তার লাশ উদ্ধার

রাতের কোনো এক সময়ে স্ট্রোকজনিত কারণে বাথরুমেই ওই অফিসারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সৈয়দ রোকনুজ্জামান, গাইবান্ধা

Location :

Gaibandha
গাইবান্ধায় বাথরুম থেকে উপজেলা সমবায় কর্মকর্তার লাশ উদ্ধার
গাইবান্ধায় বাথরুম থেকে উপজেলা সমবায় কর্মকর্তার লাশ উদ্ধার |নয়া দিগন্ত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসিরের(৫০) লাশ বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা অফিসার্স কোয়ার্টার থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, পলাশবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসির পরিষদের অফিসার্স কোয়ার্টারে পরিবার ছাড়ায় একাই থাকতেন। আজ সকালে পাশের রুমের এক অফিসার তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া শব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে জানান। পরে অনেক সময় ধরে ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে দরজার লক ভেঙ্গে ভেতরে ঢুকে বাথরুমে তার লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

রাতের কোনো এক সময়ে স্ট্রোকজনিত কারণে বাথরুমেই ওই অফিসারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভু্ট্টু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।‘

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বলেন, ‘মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে।’