বাগেরহাটের শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের ভেন্যু পরিবর্তন করে পাশের মোরেলগঞ্জ উপজেলায় স্থানান্তরিত করার প্রতিবাদে প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দু’ঘণ্টা প্রেসক্লাব চত্বরের সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
এ সময় সাধারণ শিক্ষার্থীদের সাথে উপজেলা ছাত্রদল একাত্মতা ঘোষণা করেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, শরণখোলা থেকে মোরেলগঞ্জের দূরত্ব ২৫ কিলোমিটার। এতো দূরে গিয়ে পরীক্ষা দিতে শিক্ষার্থীদের অর্থনৈতিকসহ নানান জটিলতায় পড়তে হয়। আবার কখনো অসুস্থ হয়েও পরীক্ষায় অংশগ্রহণ করতে বিলম্ব হয়।
শিক্ষার্থীদের দাবি, শরণখোলা উপজেলায় অসংখ্য স্কুল কলেজ রয়েছে, তার মধ্যে কোনো একটিতে পরীক্ষার ভেন্যু হিসেবে বেছে নিতে পারে। যদি এ ন্যায্য দাবি মানা না হয় আগামী রোববার আবারো বিক্ষোভের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজী, যুগ্ম আহ্বায়ক মেহেদী সুমন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক বায়জিদ হোসেন। এছাড়া পরীক্ষার্থীদের মধ্যে সিয়াম, আকাশ, খুকুমনি, মিম, ইয়াসমিন প্রমুখ বক্তব্য দেন।
শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন ফকির বলেন, ‘ছাত্রদের দাবি যৌক্তিক। ২৫ কিলোমিটার দূরে পরীক্ষার কেন্দ্র হওয়ায় এবং বাস যোগাযোগ না থাকায় শিক্ষার্থীদের সমস্যা হবে। বিষয়টি বোর্ড চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, বিষয়টি জাতীয়ভাবে ভেন্যু পরিবর্তন করা হয়েছে। তবে মোড়েলগঞ্জ ভেন্যু হলে শিক্ষার্থীদের কষ্ট হবে, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ করছি।